ঢাকা, রবিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৫

দিল্লিতে ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ১২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নেপালে। ভরতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগ জানিয়েছে, নেপালে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, নেপালের যেখানে ভূমিকম্পটির কেন্দ্রস্থল সেখান থেকে ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দূরত্ব ২১২ কিলোমিটার। তবে এঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কয়েক দিন আগেও নেপালে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময়ও দিল্লিসহ ভারতের গাজিয়াবাদ, গুরুগ্রাম ও লখনৌতে ভূমিকম্প অনুভূত হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি