ঢাকা, সোমবার   ০৮ সেপ্টেম্বর ২০২৫

ইস্তাম্বুলে বড় ধরনের বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ১৩ নভেম্বর ২০২২ | আপডেট: ২২:০৬, ১৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইস্তাম্বুলের কেন্দ্রে একটি ব্যস্ত এলাকায় বড় ধরনের বিস্ফোরণের পর শহরের গভর্নর নিশ্চিত করেছেন যে এই ঘটনায় অনেকে হতাহত হয়েছেন।

এরইমধ্যে ৩৮ জন আহতের খবর পাওয়া গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে এই বিস্ফোরণের কারণ বা হতাহতের সংখ্যা সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষ এখনও কিছু নিশ্চিত করেনি।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে ইস্তাম্বুলের তাকসিম এলাকায় জরুরি সেবা কর্মীদের ভিড়।

শহরের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেছেন, স্থানীয় সময় বিকেল ৪:২০-এ ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে।

ঘটনার বিশদ বিবরণ না দিয়ে তিনি টুইটারে এক পোস্টে মানুষের "হত্যা এবং আহত" হওয়ার কথা উল্লেখ করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসি সংবাদদাতা অরলা গেরিন জানাচ্ছেন, রাস্তাটিকে ঘিরে রাখা হয়েছে এবং এর চারপাশে পুলিশের উপস্থিতি ব্যাপক।

হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে।

সূত্র: বিবিসি

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি