ঢাকা, বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫

আরও ১২০ দিন বাড়বে শস্যচুক্তির মেয়াদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ১৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তাহীনতা দূর করার লক্ষ্যে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য করা চুক্তির মেয়াদ চার মাস বৃদ্ধি করা হয়েছে। ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী আলেকসান্দর কুব্রাকভ এক টুইটে জানান, খাদ্যশস্য চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়বে।

তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, চলমান শর্তের অধীনেই মেয়াদ বাড়ছে। মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গত ফেব্রুয়ারিতে রুশ আক্রমণের পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। গত জুলাইতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় শস্য রপ্তানির চুক্তি হয়। এরপর গত আগস্ট থেকে এ পর্যন্ত ইউক্রেনের বন্দর ছেড়েছে ১ কোটি ১০ লাখ টন শস্য ও কৃষিপণ্য।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি