ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫

এশিয়ায় সংঘাত চায় না ফ্রান্স: ম্যাক্রোঁ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ১৮ নভেম্বর ২০২২ | আপডেট: ১৬:৩০, ১৮ নভেম্বর ২০২২

ইমানুয়েল ম্যাক্রোঁ

ইমানুয়েল ম্যাক্রোঁ

Ekushey Television Ltd.

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ফ্রান্সের ঘনিষ্ঠ সম্পর্কের দৃষ্টিভঙ্গি তুলে ধরে শুক্রবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই অঞ্চলের ‘সংঘাত’ অবসানের আহ্বান জানিয়েছেন।

ব্যাংককে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ২১টি শক্তিধর দেশ নিয়ে এপেক গঠিত।

মার্কিন-চীন ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে তিনি এই অঞ্চলে ফ্রান্সের কৌশলগত সম্পর্ক পুনরায় সক্রিয় করতে চাইছেন।

ফরাসি প্রেসিডেন্ট সম্মেলনের ফাঁকে ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে বলেন, “এই অঞ্চলে সংঘর্ষ এড়াতে এবং স্থিতিশীলতা ফেরাতে ফ্রান্স ভূমিকা পালন করতে চায়।”

ম্যাক্রঁ বলেন, “আমরা আধিপত্যে বিশ্বাস করি না, আমরা সংঘাতে বিশ্বাস করি না, আমরা স্থিতিশীলতায় বিশ্বাস করি।”

ম্যাক্রোঁ বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় জলবায়ু পরিবর্তন থেকে অর্থনৈতিক মন্দার ওভারল্যাপিং সংকটের মুখোমুখি হচ্ছে এবং এটি মোকাবেলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

তিনি বলেন, “এই পরিস্থিতিতে আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশল হল গতিশীল ভারসাম্য তৈরি করা।”

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে বিশ্বব্যাপী অস্থিরতার একটি প্রধান উৎস হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, “এটি একটি অত্যন্ত খারাপ কাজ হিসেবে এশিয়া ও অন্যত্র সব দেশের স্বীকৃতি দিতে হবে।”

এসএ/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি