ঢাকা, বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ায় ভবন ধসে ৯ মৃত্যু, নিখোঁজ ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে আংশিক ধসে পড়া একটি ৫ তলা ভবনের জঞ্জালের নিচ থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর।

জরুরি বিভাগের কর্মীরা নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চালিয়ে যাচ্ছে, শনিবার তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গ্যাস বিস্ফোরণের কারণেই ওই ভবনটি আংশিক ধসে পড়েছে বলে মনে করা হচ্ছে।

জরুরি বিভাগের এক সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভবনটি ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে রুশ তদন্ত কমিটি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি