ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

লকডাউনবিরোধী বিক্ষোভের পর সাংহাইয়ে কড়া নিরাপত্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ২৮ নভেম্বর ২০২২ | আপডেট: ২০:২৮, ২৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দেশ থেকে করোনা নির্মূলে সরকারের নেওয়া ‘জিরো-কোভিড’ নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের পর চীনের বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। এদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। 

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার সাংহাইয়ের সব বড় সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেখা গেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক টহলও পরিলক্ষিত হয়েছে বিভিন্ন সড়কে। এছাড়া দোকান-পাট, শপিংমল ও ক্যাফেগুলোও বন্ধ ছিল।

নিরাপত্তার জোরদার থাকায় রোববার রাতের পর থেকে এখন পর্যন্ত সাংহাইয়ে কোনো জনসমাবেশ হয়নি বলেও জানা গেছে। 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেওয়া ‘জিরো-কোভিড’ নীতির বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষ।  এর মধ্যেই গত বৃহস্পতিবার দেশটির জিনজিয়াং প্রদেশের উরুমকি শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়।

কঠোর করোনা বিধিনিষেধের কারণে ভবনটিতে আটকে পড়াদের উদ্ধারকাজ ব্যহত হয়েছে এবং এ কারণেই মৃতের সংখ্যা বেড়েছে বলে বিশ্বাস স্থানীয়দের। আর একারণেই লকডাউনবিরোধী বিক্ষোভ আবারও উসকে উঠেছে।  

রোববার সন্ধ্যার পর শত শত বিক্ষোভকারী সাংহাইয়ের রাস্তায় জড়ো হয়ে স্লোগান দেয় ‘আমরা মাস্ক চাই না, স্বাধীনতা চাই’।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ, এ সময় দুই পক্ষের মধ্যে সংঘাত ও ধস্তাধস্তিও হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি