ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১৯

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ১৯:৩৪, ১৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডের কাছে একটি ক্যাম্প সাইটে ভূমিধসের কারণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে এবং ১৪ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করছে উদ্ধার অভিযানে থাকা কর্তৃপক্ষ। 

শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি খামারের কাছে রাস্তার পাশে এই ঘটনা ঘটে বলে জানান দমকল ও উদ্ধার বিভাগ।

এ সময় ৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার হলেও এখনও ১৪ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন কয়েকশ অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা। নিখোঁজদের জন্য পরবর্তী ২৪ ঘন্টা অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক নোরাজাম খামিস।

এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মোট ৯২ জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে পাওয়া গেছে বলে জানানো হয়। এই ঘটনায় ১৯ জন নিহত হওয়া ছাড়াও ৮ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় এক একর এলাকাজুড়ে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি