ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

কানাডায় বন্দুক হামলায় ৬ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কানাডার টরন্টো শহরে বন্দুকধারীর গুলিতে পাঁচ জন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ সময় কথিত বন্দুকধারীও নিহত হয়েছেন। খবর এপি ও সিটি নিউজের।

স্থানীয় পুলিশ প্রধান জিম ম্যাকসুয়েন সাংবাদিকদের বলেন, আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের সাথে গুলি বিনিময়কালে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।

একটি অ্যাপার্টমেন্ট ভবনে এ গোলাগুলি হয়েছে বলে জানান পুলিশ প্রধান।

এটিকে ‘ভয়াবহ দৃশ্য’ উল্লেখ করে জেমস ম্যাকসুইন বলেছেন, ‘মোট ছয় জন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচ জন ভুক্তভোগী।’

তিনি আরো বলেন, সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে আহত সপ্তম ব্যক্তি এখন হাসপাতালে আছেন এবং তিনি বেঁচে থাকার আশা করছেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি