ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

গোপন নথি উদ্ধার, চাপের মুখে বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ১২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় সন্ধান মিললো রাষ্ট্রীয় গোপন নথির। এতে নতুন করে চাপের মুখে পড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রথম দফায় গেল নভেম্বরে হোয়াইট হাউসের কাছে বাইডেনের ব্যক্তিগত অফিস পেন বাইডেন সেন্টারে বেশ কিছু রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া যায়। 

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত অপ্রশাসনিক কাজের জন্য ওই অফিসটি ব্যবহার করতেন বাইডেন। 
নথিতে কি আছে তা নিয়ে হোয়াইট হাউস কথা বলতে অস্বীকৃতি জানালেও বিভিন্ন গণমাধ্যম বলছে, নথিগুলো ইউক্রেন, ইরান ও যুক্তরাজ্য সংশ্লিষ্ট। 

এবার নতুন করে আরেকটি স্থানে গোপন নথির সন্ধান মিলেছে। তবে কোথায় এবং এসব নথিতে কি আছে, তা এখনও জানা যায়নি। 

এদিকে এ নথি উদ্ধারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বাইডেন।   

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি