ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

রেকর্ড বিক্রি হ্যারির স্মৃতিচারণমূলক বই ‘স্পেয়ার’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ১৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রিটেনের রাজা চার্লসের কনিষ্ঠ সন্তান প্রিন্স হ্যারির লেখা স্মৃতিচারণমূলক বই ‘স্পেয়ার’ বাজারের আসার প্রথম দিনেই রেকর্ড ভেঙেছে। বইটির ১৪ লাখ কপি বিক্রি হয়েছে।

প্রকাশনী সংস্থা এ তথ্য জানিয়েছে।

বইটির প্রকাশক পেঙ্গুইন র‌্যান্ডম হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় বইটির ১৪ লাখ কপি বিক্রি হয়েছে। এর মধ্যে কাগজ ছাড়াও অডিও এবং ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত সংস্করণ এর মধ্যে অন্তর্ভূক্ত।

এক বিবৃতিতে প্রকাশনী সংস্থাটি বলেছে, ‘স্পেয়ার বাজারে আসার প্রথম দিনটি বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক প্রকাশক পেঙ্গুইন র‍্যান্ডম হাউস প্রকাশিত যেকোনো নন-ফিকশন বইয়ের সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড।’

মঙ্গলবার হ্যারির ৪১০ পৃষ্ঠার স্মৃতিকথা আনুষ্ঠানিকভাবে বিক্রি হয়। উচ্চ চাহিদার পরিপ্রেক্ষিতে মধ্যরাতে লন্ডনের কিছু দোকান খোলা রাখা হয়। স্প্যানিশ সংস্করণগুলো কয়েক দিন আগে প্রকাশিত হয়েছিল।  

র‌্যান্ডম হাউস জানিয়েছে, হ্যারির স্মৃতিকথার প্রথম মার্কিন মুদ্রণ ছিল ২০ লাখ কপি এবং এখন বইটির ‘অতিরিক্ত কপির চাহিদা মেটাতে পুনরায় ছাপা শুরু হয়েছে।’ হ্যারির এই বইটি বিশ্বের ১৬টি ভাষায় অনুদিত হয়েছে।

প্রিন্স হ্যারির মুখ থেকে তার জীবনের কাহিনী জানার জন্য বইটির একটি হার্ডব্যাক কপি সংগ্রহের জন্য তীব্র শীতের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লন্ডনে অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। এই বইয়ের অনেক অংশ এরই মধ্যে প্রকাশ হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়।

বইটি প্রকাশের পর থেকে পাঠকের চাপ সামলাতে লন্ডনে বইয়ের দোকানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা রাখতে হচ্ছে। গত এক দশকে সবচেয়ে বেশি প্রি-অর্ডার পাওয়া বইয়ের তালিকায়ও নাম লিখিয়েছে ‘স্পেয়ার’।

রাজ পরিবারের বিরুদ্ধে এই বইয়ে নানা অভিযোগ তুলেছেন প্রিন্স হ্যারি। শুধু তাই নয় ৪১৬ পৃষ্ঠার বইটিতে তুলে ধরেছেন তাৎপর্যপূর্ণ নানা তথ্য। নিজের স্মৃতিকথায় ব্রিটিশ রাজপরিবারের নানা কলহের বিস্ফোরক তথ্য প্রকাশের পাশাপাশি, সামরিক বাহিনীর দায়িত্ব পালনকালে ২৫ আফগান নাগরিককে হত্যার কথা জানিয়েছেন ডিউক অব সাসেক্স।

প্রিন্স হ্যারি তার বইতে আরও লিখেছেন, মেগান ও তিনি দ্রুত একটি সন্তান নিতে চেয়েছিলেন। কিন্তু চাকরি ও ব্যস্ত সময়ের কারণে সেটি তাদের জন্য যথাযথ সময় ছিল না। এক পর্যায়ে মেগানের ওজন কমা নিয়ে উদ্বিগ্ন হন এই দম্পতি। মূলত বিভিন্ন ধরনের মানসিক চাপের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়। ফলে গর্ভধারণ কঠিন হয় মেগানের জন্য।

মেগান মার্কেলকে কেন্দ্র করে প্রিন্স হ্যারিকে মারধর করেন তার বড় ভাই উইলিয়াম, এমনটাও ওই বইতে জানিয়েছেন প্রিন্স হ্যারি। 

তিনি বলেছেন, কলার চেপে ধরে তাকে মাটিতে ফেলে দিয়েছিলেন উইলিয়াম।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি