ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

উত্তর কোরিয়ায় ৫ দিনের লকডাউন ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

‘শ্বাসযন্ত্রের অসুস্থতার’ কারণে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় এএফপি।

সিউল ভিত্তিক এনকে নিউজের খবরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের বুধবার থেকে রোববার পর্যন্ত তাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন তাদের একাধিক তাপমাত্রা পরীক্ষার ফলাফল অবশ্যই জমা দেয়ার কথাও বলা হয়েছে।

খবরে বলা হয়, নোটিশে কোভিড-১৯র উল্লেখ না করে বলা হয়েছে সম্প্রতি রাজধানীতে সাধারণ ঠাণ্ডাজনিত রোগ ছড়িয়ে পড়েছে।

এদিকে এর আগে পিয়ংইয়ংয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃ দিয়ে ‘এনকে নিউজ’ বলেছে, লকডাউনের আভাস পেয়ে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কেনাকাটার ধুম পড়ে গিয়েছিল।

তবে দেশটির অন্যান্য এলাকায় লকডাউন জারি করা হয়েছে কি-না তা স্পষ্ট নয়। দেশটির সরকারি সংবাদ মাধ্যম নতুন কোন পদক্ষেপের কথা ঘোষণা করেনি।

উত্তর কোরিয়ায় বর্তমানে সাইবেরীয় অঞ্চলের মতো ঠাণ্ডা পড়ছে। দেশটির তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস।

গত বছর এপ্রিলে প্রথম করোনা ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেছিল উত্তর কোরিয়া। মাত্র তিন মাসের মাথায় তা নিয়ন্ত্রণেরও ঘোষণা দিয়ে অলৌকিক বলে বর্ণনা করা হয়েছিল। (বাসস)

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি