ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

এবার মাইক পেন্সের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ২৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পর এবার দেশটির সাবেক ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, গত সপ্তাহে মাইক পেন্সের ইন্ডিয়ানার বাড়ি থেকে একজন আইনজীবী নথিগুলো আবিষ্কার করেন। 

ন্যাশনাল আর্কাইভকে ১৮ জানুয়ারি লেখা চিঠিতে ওই গোপন নথিগুলো পাওয়ার কথা জানান আইনজীবী জ্যাকব। পরে ২২ জানুয়ারি লেখা চিঠিতে তিনি বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্টের বাড়িতে এসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ওই নথিগুলো সংগ্রহ করেছে।

তবে তার আইনজীবী দাবি করেছেন, ভুলবশত এসব নথি বাড়িতে রাখা হয়েছিল। 

জ্যাকব লিখেছিলেন, বাইডেনের বাসভবন থেকে গোপন নথি উদ্ধারের খবর পেয়ে ‘সাবধানতার অংশ হিসেবে’ পেন্স তার বাড়িতে রাখা নথির মধ্যে গোপনীয় কিছু আছে কিনা, তা জানতে বিশেষজ্ঞ আইনজীবীদের দ্বারস্থ হন।

এদিকে নথি উদ্ধারের পর পেন্সকে সমর্থন করে মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেন্সকে একজন নির্দোষ মানুষ হিসেবে আখ্যায়িত করেন।

পেন্সের বাড়ি থেকে গোপন নথি উদ্ধারের ঘটনা বাইডনকে রাজনৈতিকভাবে খানিকটা স্বস্তি দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি