ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

নারীদের জন্য নতুন নির্দেশিকার পরিকল্পনা তালেবানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৬ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:২০, ২৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

আফগান নারীদের মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেয়ার অনুমতি দিতে নতুন নির্দেশিকা তৈরির পরিকল্পনা করছে তালেবানরা।

আফগানিস্তানের মন্ত্রীদের সঙ্গে আলোচনার বরাত দিয়ে এ কথা বলেছেন জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা।

গত মাসে এনজিওতে আফগান নারীদের কাজ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সেই আদেশ পুরোপুরি প্রত্যাহার না হলেও উৎসাহজনক প্রতিক্রিয়া পাওয়া গেছে বলে জানান জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি- জেনারেল মার্টিন গ্রিফিথস।

গ্রিফিথস জানান, এই বছরই আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা কর্মসূচি পরিচালিত হবে।

সংস্থাগুলো দেশটির জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রায় ২ কোটি ৮০ রাখ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। যার মধ্যে রয়েছেন দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা ৬০ লাখ আফগান।

এর আগে গত সপ্তাহে নারী ইস্যুতে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি-জেনারেল আমিনা মোহাম্মদ।

চলতি বছরে আফগানিস্তান এক দশকের মধ্যে সবচেয়ে ঠান্ডা শীতকাল দেখছে। এরই মধ্যে ১শ’ ৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া  গেছে।

এসবি/ 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি