ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

কানাডায় ইসলামফোবিয়া বিরোধী উপদেষ্টা নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ২৮ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৬:৪৮, ২৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কানাডায় প্রথমবারের মতো ইসলামফোবিয়া বিরোধী উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। মুসলমানদের ওপর সাম্প্রতিক কিছু হামলার প্রেক্ষিতে এই পদটি তৈরি করা হয়েছে।

সম্প্রতি এ পদে সাংবাদিক ও অধিকারকর্মী আমিরা আলগাহবিকে নিয়োগ দেয়া হয়েছে। 

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমিরা আলগাহবি ইসলামফোবিয়া, পদ্ধতিগত বর্ণবাদ, জাতিগত বৈষম্য এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকারের প্রচেষ্টাকে সমর্থন ও সম্প্রসারণে উপদেষ্টা, বিশেষজ্ঞ এবং প্রতিনিধি হিসেবে কাজ করার জন্যে পদটি পূরণ করবেন।

আলগাহবি’র নিয়োগের প্রশংসা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইসলামফোবিয়া ও সবধরণের ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ে এ নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, কানাডার জন্য বৈচিত্র্য একটি বড় শক্তি। কিন্তু অনেক মুসলিমের কাছে ইসলামফোবিয়াও একটি পরিচিত বিষয়।

গত কয়েক বছর ধরে কানাডার মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ হামলা চালানো হয়।

সক্রিয় মানবাধিকার কর্মী আমিরা কানাডিয়ান রেস রিলেসান্স ফাউন্ডেশনের যোগাযোগ বিষয়ক প্রধান এবং টরেন্টো স্টার পত্রিকার একজন কলাম লেখক। 

এছাড়া, সরকারি সম্প্রচারকেন্দ্র সিবিসিতে তিনি এক যুগেরও বেশি সময় ধরে কাজ করেছেন। (বাসস)

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি