ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ৩০ বছর বয়সী পর্তুগিজ কুকুর ববি। ববি বিশুদ্ধ রাফেইরো দো আলেন্তেহো জাতের একটি কুকুর। এই জাতের কুকুরের গড় আয়ু ১২ থেকে ১৪ বছর হয়ে থাকে। খবর বিবিসি 

স্পাইক দ্য চিহুয়াহুয়া নামের ২৩ বছর বয়সী একটি কুকুরকে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের স্বীকৃতি দেয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় সেই স্বীকৃতি নিজের করে নিল ববি।

ববির বয়স পর্তুগিজ সরকারের পোষ্য ডাটাবেস দ্বারা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। ববি পর্তুগালের পশ্চিম উপকূলের কনকিউইরোস গ্রামে কোস্টা পরিবারের সঙ্গে তার পুরো জীবন কাটিয়েছে।

কুকুরটির মালিক লিওনেল কস্তা। তার বাবা-মায়ের অনেকগুলো পোষা প্রাণী ছিল এবং জন্মের পর ববির দুই ভাইবোনকে মেরে ফেলা হয়। কিন্তু তখন পালিয়ে যায় ববি।

বয়স ৩০ বছর হলেও ববি জীবন পার করেছেন বেশ সুস্থভাবেই । তবে ২০১৮ সালে একবার শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তার মালিকের বিশ্বাস ববির দীর্ঘায়ুর রহস্য 'শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশে' বাস করা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি