ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

দক্ষিণ কোরিয়ায় মাছ ধরা নৌকা উল্টে নিখোঁজ ৯ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মাছ ধরার নৌকা উল্টে ৯ জন নিখোঁজ হয়েছে। উদ্ধারকর্মীরা আকাশ থেকেও তাদের উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন। 

কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ২৪ টন ওজনের নৌযানটি শনিবার রাতে সিনান কাউন্টির জলসীমায় উল্টে গেছে। 

এক বিবৃতিতে মন্ত্রলালয় আরো জানিয়েছে, কাছের একটি নৌকার সাহায্যে তিন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

কিন্তু দুই বিদেশিসহ  ৯ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে এক ডজনেরও বেশি নৌযান এবং তিনটি বিমান ব্যবহার করা হচ্ছে। 

প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি