ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

তুরস্কের বিপদে সাহায্যের ঘোষণা জেলেনস্কির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ তুরস্কের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ভূমিকম্পের পর এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট তুরস্কের বন্ধুত্বপূর্ণ জনগণকে প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত আছে বলে জানান।

আল-আরাবিয়া জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট টুইটারে বলেন, ‘তুরস্কে ভূমিকম্পে কয়েকশ লোক হতাহতের ঘটনায় আমরা শোকাহত।’

তিনি আরও বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই পরিস্থিতিতে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ তুরস্কের সঙ্গে আছি এবং প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত ইউক্রেনের জনগণ।’

এর আগে সোমবার ভোরে সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ছয় শতাধিক লোকের মৃত্যু হয়েছে।
এসএ/
 


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি