ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গাজিয়ানটেপ শহর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের গাজিয়ানটেপ শহর। এই শহরে মৃতের সংখ্যাও তুলনামূলক বেশি। 

এখন পর্যন্ত ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে গাজিয়ানটেপ শহর থেকে। 

ঐতিহাসিকভাবে আন্তেপ নামে পরিচিত গাজিয়ানটেপ শহরটি সিরিয়ার সীমান্ত থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। 

শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্পের প্রাথমিক কম্পনের পর সোমবার শহরে আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার মধ্যে একটি ৬.৪ মাত্রার এবং আরেকটি ৬.৫ মাত্রার।

এই শহরের পরেই সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে কাহরামানমারাস শহরটি। সেখানে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের ১০ টি শহর ও প্রদেশের স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

শহর এবং প্রদেশগুলি হল কাহরামানমারাশ, হাতায়, গাজিয়ানটেপ, ওসমানিয়ে, আদিয়ামান, মালত্য, শানলিউরফা, আদানা, দিয়ারবাকির, কিলিস।

ওকতায় আরও বলেছেন "হাতায় প্রদেশের বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে, অন্যদিকে মারাস এবং আন্তেপের বিমানবন্দরগুলিতেও বেসামরিক ফ্লাইট বন্ধ রয়েছে।"

সূত্র: বিবিসি

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি