ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মধ্য এশিয়ার পার্বত্যঘেরা ছোট্ট দেশ তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে।

জরুরি সেবার এক বিবৃতিতে বলা হয়েছে, ফেব্রুয়ারি ১৫ থেকে ১৯ পযর্ন্ত সাতবার ভূমিধস ও ছয়বার পাথরধস রেকর্ড করা হয়েছে। এতে ১৯ জন মারা গেছে।

সাবেক সোভিয়েতভুক্ত দরিদ্র তাজিকিস্তিন প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। মৃত সকলেরই বাস ছিল আপার বাদাখশানে যেটি চীন, আফগানিস্তান ও কিরগিজস্তান সীমান্ত সংলগ্ন ও পামির পর্বত বেষ্টিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

এদিকে এ প্রাণহানিতে তিন দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইমামালি রহমনের কাছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোসহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শোকবার্তা পাঠিয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি