ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ৬২ আরোহী নিহত
প্রকাশিত : ০৭:৪৬, ১০ আগস্ট ২০২৪
ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬২ জন আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
শুক্রবার বিমান বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এতে ৫৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।
বিমানটি দেশটির পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল। জিওলোকেশনের মাধ্যমে সিএনএন নিশ্চিত হয়েছে ভিনহেদো শহরের আবাসিক এলাকায় এটি বিধ্বস্ত হয়।
ব্রাজিলের প্রতিরক্ষা বিভাগ জানায়, বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটি একাধিক বাড়ির ওপর পড়ে। তবে ওই আবাসিক এলাকায় কেউ নিহত বা আহত হননি।
দেশটির কয়েকটি সংস্থা বিধ্বস্ত বিমানের উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
এসবি/
আরও পড়ুন