ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান
প্রকাশিত : ১০:৫৫, ১০ মে ২০২৫

ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ সামরিক অভিযানের জবাবে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ নামের এক পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজকে জানান, শুক্রবার রাতে চালানো এই অভিযানে ভারতের অন্তত ১১টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
হামলার টার্গেটের মধ্যে পাঠানকোট, উধামপুর, গুজরাট এবং রাজস্থানের বিমান ঘাঁটি ছাড়াও ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রাহ্মোস’-এর একটি গোপন মজুতস্থান রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এই হামলায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
পাকিস্তানি বাহিনীর দাবি, হামলায় জম্মু-কাশ্মিরের উরি শহরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর এবং রসদ ডিপো ধ্বংস করা হয়েছে। নাগরোটায় আর্টিলারি ব্যাটারিও ধ্বংস হয়। এ ছাড়া পাঞ্জাবের আদমপুরে ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে ব্যবহৃত হয় পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান।
পাকিস্তানি কর্মকর্তারা এটিকে প্রতিরক্ষা বাহিনীর জন্য ‘সবচেয়ে বড় সাফল্য’ বলে উল্লেখ করেছেন।
এর আগে, ২২ এপ্রিল ভারতের কাশ্মিরের পেহেলগামে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা, যার জের ধরে দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে পানি চুক্তি ও ভিসা বাতিলসহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়। পাল্টা পদক্ষেপ নেয় ইসলামাবাদও।
এই উত্তেজনার মধ্যেই ভারতের সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সীমিত পরিসরের এক হামলা চালায়। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, ওই অভিযানে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান স্বীকার করেছে ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হওয়ার কথা।
এই ঘটনার তিন দিনের মাথায় পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল। আরবি ভাষায় ‘বুনিয়ান উল মারসুস’ শব্দটির অর্থ ‘সীসার প্রাচীর’, যা ইসলামি ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রতিরক্ষা ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত।
সূত্র: জিও নিউজ
এসএস//
আরও পড়ুন