ইংল্যান্ডে ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ৯
প্রকাশিত : ০৮:৪২, ২ নভেম্বর ২০২৫
যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে এলোপাতাড়ি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ জন। হামলা ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে হান্টিংডন স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ব্রিটেনের পরিবহন পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পর ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং সন্ত্রাসবিরোধী ইউনিটও তদন্তে সহায়তা করছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিন্টেনডেন্ট ক্রিস কেসি বলেন, আমরা জরুরি ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছি, কী ঘটেছে তা নির্ধারণে কিছুটা সময় লাগবে। এই পর্যায়ে ঘটনার কারণ নিয়ে অনুমান করা ঠিক হবে না।
এক্স- এ দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, হান্টিংডনের কাছে ট্রেনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সহমর্মিতা রইল এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় জরুরি সেবা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এলাকায় অবস্থানরত সবাইকে পুলিশি পরামর্শ মেনে চলার আহ্বান জানাই।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এএইচ
আরও পড়ুন










