ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

ট্রাম্পের অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিভোক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১২:২৯, ৪ জুলাই ২০১৭

ছবি: ট্রাম্পের অপসারণের দাবিতে বিক্ষোভ করছে দেশটির নাগরিকরা।

ছবি: ট্রাম্পের অপসারণের দাবিতে বিক্ষোভ করছে দেশটির নাগরিকরা।

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রের ৪৬ টি শহরে বিক্ষোভ দেশিটির হাজার হাজার নাগরিক। কংগ্রেসের কাছে এ অভিশংসনের দাবি জানান বিক্ষোভকারীরা। খবর ‘দ্য ইন্ডিপেনডেন্ট’।

প্রেসিডেন্টকে ‘অবৈধ দুর্নীতিগ্রস্ত পুতুল’ লেখা ব্যানার নিয়ে তাকে আটক করারা দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

ট্রাম্পের অভিবাসন নীতি, বিদেশের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক এবং ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানবাধিকার সংগঠনের কর্মীরা রোববার এ বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভের মূল আয়োজক ছিল ‘দ্য ইন্ডিভিজিবল সিএ ডি-৩৯ গ্রুপ’। পাম বিচ, ফ্লোরিডা, আটলান্টা, অস্টিন, শিকাগো, নিউ অরলিন্সেও ছোট আকারে বিক্ষোভ হয়েছে।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, অন্য নগরীগুলোর তুলনায় লস অ্যাঞ্জেলেসেই সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। সেখানে বিক্ষোভে অংশ নিয়েছে ১০ হাজার মানুষ।

ইন্ডিভিজিবল সিএ ডি-৩৯ গ্রুপের পক্ষ থেকে বলা হয়, “ট্রাম্প বিচারে বাধা সৃষ্টি করেছেন, বৈদেশিক সম্পর্ক বিষয়ক নীতি লঙ্ঘন করেছেন বলে সন্দেহ রয়েছে। আর এ দুটো কারণেই কংগ্রেস সংবিধানসম্মতভাবে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা এবং তাকে অভিশংসন করার পদক্ষেপ নিতে পারে।”

লস অ্যাঞ্জেলেস বাদে অন্য ৪৫ টি নগরীতে ছোট পরিসরে জনতার বিক্ষোভ দেখা গেছে। সেখানে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন এবং বিচারে বাধা সৃষ্টির অভিযোগ করেছে।

বিক্ষোভের ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের হাতে ‘সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট’ লেখা প্ল্যাকার্ড। তাদেরকে ‘পতন’, ‘পতন’, ‘ট্রাম্প নিপাত যাক’, ‘উঠো’, ‘উঠো’, জনগণ জাগো’ বলে স্লোগান দিতেও শোনা যায়।

নিউ ইয়র্কে কয়েকজন বিক্ষোভকারীকে ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল’ এর সামনে বিক্ষোভ করতে দেখা গেছে। যদিও সেখানে পাশপাশি ট্রাম্প সমর্থকদের একটি দলও ছিল। তবে উভয় পক্ষের মধ্যে গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি