ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত ম্যাককেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:৪৩, ২০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত  হয়েছেন। চিকিৎসকরা বলছেন, ৮০ বছর বয়স্ক এ রাজনীতিককে ক্যামোথেরাপি ও রেডিয়েশন দেওয়া হচ্ছে। ম্যাককেইনের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

ম্যাককেইনের কার্যালয় জানিয়েছে, গত সপ্তাহে ম্যাককেইনের বাম চোখে জমে যাওয়া রক্ত অপসারণ করতে গিয়ে টিউমার ধরা পড়ে। পরে সেটি ক্যানসারের দিকে যাচ্ছে বলে শনাক্ত করা হয়। গত শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোয়েনিক্সে একটি বেসরকারি হাসপাতালে ম্যাককেইনের অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ম্যাককেইনের ক্যান্সারটি প্রাথমিক স্টেজে ছিল। তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। তিনি পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন বলে আশা চিকিৎসকদের।

২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক দলের প্রার্থী ছিলেন ম্যাককেইন। তিনি ডেমোক্রেট প্রার্থী ওবামার সঙ্গে নির্বাচনে হেরে যান। বর্ষীয়ান এ রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রে ৮ বার সিনেটর নির্বাচিত হয়েছেন।

ম্যাককেইনের মেয়ে মেগান সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক টুইটে দুঃখপ্রকাশ করেছেন। এবং বাবার সুস্থ্যতা কামনায় প্রার্থনা চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ম্যাককেইন শিগগিরই সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি