ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিল সিনেটে পাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২৮ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৯, ২৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার একটি বিল যুক্তরাষ্ট্রের সিনেটে ৯৮-২ ভোটে পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি ভোটের জন্য সিনেটে ওঠে। এ বিলে ইরান এবং উত্তর কোরিয়ার ওপরও নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে।

নিয়মানুযায়ী এটি এখন প্রেসিডেন্টের অনুমোদনের জন্য তার দপ্তরে যাবে। প্রেসিডেন্ট চাইলে বিলটিতে ভেটো দিতে পারবেন।

তবে রিপাবলিকান ও ডেমোক্রেট দলের সিনেটরদের প্রায় সর্বসম্মতভাবে নেওয়া এ সিদ্ধান্তে ভেটো দেওয়া ট্রাম্পের জন্য কঠিন হবে।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার এই বিল এর আগে সোমবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদেও বিরাট ব্যবধানে অনুমোদিত হয়।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে জেতাতে মস্কো হস্তক্ষেপ করেছিল। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে সিনেট এবং বিচার বিভাগের তদন্তও চলছে। যদিও শুরু থেকেই ট্রাম্প এবং রাশিয়া  এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, তারা রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার পক্ষে থাকলেও সিনেটে পাস হওয়া বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। সূত্র: রয়টার্স।

 

আর/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি