ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

এক মাসে মুঠোফোন বিল ১ লাখ ৮৬ হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের মোবাইল অপারেটর এয়ারটেলের এক গ্রাহকের এক মাসে বিল এসেছে প্রায় ২ লাখ টাকা। গত ৮ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে ওই গ্রাহক ১ লাখ ৮৬ হাজার টাকার বিল করেছেন বলে দাবি করেছে এয়ারটেল। খবর জি নিউজের।

ভারতের দিল্লির বাসিন্দা নীতিন শেঠিকে এ বিল দিয়েছে এয়ারটেল। এতে ক্ষুব্ধ হয়েছেন নীতিন। বিষয়টি নিয়ে তিনি এয়ারটেলের কাছে অভিযোগ করেছেন।

তার অভিযোগের পর নিজেদের অবস্থান থেকে সরে এসেছে এয়ারটেল। যান্ত্রিক ত্রুটির কারণে বিল তৈরিতে সমস্যা হয়েছে বলে জানিয়েছে তারা।

নীতিন শেঠ্ নামে ওই ব্যক্তি পরিবারের সঙ্গে দুবাই বেড়াতে যাওয়ার সময়ে ১০ দিনের ইন্টারন্যাশনাল রোমিং প্যাক অ্যাক্টিভেট করেন। কিন্তু তিনি দেশে ফিরে আসার পরেও সেই পরিসেবা বন্ধ হয়নি। তারপর তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ্যে আনেন এবং এয়ারটেলের পক্ষ থেকে সমস্যাটি সমাধানের কথা জানানো হয়।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি