ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

মিশরে ১৫ জনের গণফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ২৭ ডিসেম্বর ২০১৭

সাবেক প্রেসিডেন্ট মুরসির হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পরই মিশরে মৃত্যুদণ্ড কার্যকরের হার ব্যাপকহারে বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় আবারও একসঙ্গে ১৫ জনের ফাঁসি কার্যকর করলো দেশটির সরকার। দুটি কারাগারে তাঁদের ফাঁসি কার্যকর করা হয়। এরআগে ২০১৬ সালে একসঙ্গে ৫ জনের ফাঁসি কার্যকর করেছিল সিসির নেতৃত্বাধীন সরকার।

অশান্ত সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর উপর হামলার অভিযোগ এনে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৩ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই হামলায় ৯ সেনা সদস্য নিহত হন। নিহতদের একজন ঊর্ধতন সেনা কর্মকর্তা ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। সেনা আদালত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর সিনাইয়ের ওই বিদ্রোহীদের দু`টি জেলে আলাদা করে রাখা হয়েছিল। সেখানেই মঙ্গলবার মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছে।

জানা যায়, আলেকজান্দ্রিয়া থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বুর্জ আল-আরব জেলে ১১ জনের ফাঁসি হয়। বাকি ৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে কায়রোর ১২০ কি.মি. পশ্চিমে ওয়াদি আল-নাটরুন কারাগারে। ২০১৫ সালের জুনে সেনা আদালত ওই ১৫ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের রায় দেয় সামরিক আদালত। গত ১৩ নভেন্বর সর্বোচ্চ আদালত সেই রায় বহাল রাখে। এরপরই তাদের ফাঁসি কার্যকরের তোড়জোর শুরু হয়।

দণ্ডিতদের সবাই জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড লেবানন) এর সদস্য বলে জানা গেছে। তবে আইএস থেকে তাদের বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। গত সপ্তাহে উত্তর সিনাইয়ের বিমানবন্দরে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে লক্ষ্য করে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল হামলা চালায় ইসলামিক স্টেটের বিদ্রোহীরা। তবে এতে দুইমন্ত্রীর কোন ক্ষতি হয়নি।

উল্লেখ্য, গত মাসে সিনাই প্রদেশে এক মসজিদে জঙ্গি হামলায় ৩০০ জনেরও বেশি সাধারণ মুসল্লী নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিকেরও বেশি মানুষ। ওই হামলায় সরকার আইএসকে দায়ি করে আসছে। তবে জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যূত করার পর থেকে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়ে গেছে। বিশেষ করে ব্রাদারহুড সমর্থকদের গণহারে ফাঁসি কার্যকর করছে প্রেসিডেন্ট সিসির সরকার। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সালে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর ওই বছর একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

এর পরের বছর একজনেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তবে ২০১৩ সালের পর থেকে দৃশ্যপঠ পাল্টাতে থাকে। ২০১৪ সালে ১৪ জনের মৃত্যুদন্ড কার্যকর করে দেশটির সরকার। এরপরের বছর ২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৬ কমপক্ষে ৪৪ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে সিসির নেতৃত্বাধীন সরকার। জানা যায়, মৃত্যুদন্ডের বেশিরভাগ রায়ই এসেছে সিসির নেতৃত্বাধীন সামরিক আদালত থেকে।

সুত্র: আল-জাজিরা

এমজে/ এআর

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি