ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

কাতালোনিয়ার প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কাতালোনিয়ার প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেছেন স্পেনের ওই আঞ্চলিক সংসদের স্পীকার রজার টরেন্ট। তিনি বলেন, গ্রেফতার এড়াতে স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট কার্লোজ পুজদেমন-ই কাতালোনিয়ায় নেতৃত্ব দেওয়ার মতো একমাত্র সম্ভাব্য প্রার্থী। তাকে ছাড়া কাতালোনিয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে না।

তিনি বলেন, সংসদে আজকের অধিবেশন স্থগিত করা হয়েছে। তবে আজকে কোন প্রেসিডেন্ট প্রার্থী উপস্থিত না হওয়ায় তা স্থগিত করা হয়েছে। আর অন্য কোন প্রার্থীও সেখানে উপস্থিত হবেন না বলেও তিনি ঘোষণা দিয়েছেন।

তবে গত শনিবার দেশটির আদালত পুজদেমনকে প্রেসিডেন্ট পদে লড়ার অযোগ্য ঘোষণা করেছেন। এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় আবারও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, পুজদেমন আর কখনো অঞ্চলটির প্রেসিডেন্টের পদে লড়তে পারবেন না। যেহেুত গ্রেফতারি পরোয়ানা জারির পর সে ব্রাসেলসে পালিয়েছে এবং অবৈধ স্বাধীনতা ঘোষণা করেছে, তার তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোন যোগ্যতা নেই।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি