ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পর্নস্টারের কাছে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পর্নস্টার স্টর্মি ডানিয়েলের কাছ থেকে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা চু্ক্তি ওই নীল অভিনেত্রী ভঙ্গ করেছেন বলে অভিযোগ এনেছেন ট্রাম্প।

জানা গেছে, স্ট্রোমি ড্যানিয়েলস সেই চুক্তি অন্তত ২০ বার ভঙ্গ করেছেন।

ওই নীল অভিনেত্রীর দাবি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক হয়েছিলো ২০০৬ সালে, যা পরবর্তী কয়েক মাস ধরে টিকে ছিলো। ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন বলেন, ড্যানিয়েলসকে নীরব থাকার জন্য তিনি তার নিজের পকেট থেকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।

ড্যানিয়েলসের আইনজীবী এভানেটি শুক্রবার বলেন, আমার মক্কেলের ওপর শারীরিক হুমকি ছিলো তাই বিস্তারিত আর বেশি কিছু বলা হয়নি।

উল্লেখ্য, এই প্রথমবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্প এই মামলায় সরাসরি জড়িত হলেন। তবে তিনি তীব্রভাবে এই মামলার অভিযোগ অস্বীকার করেন।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি