ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দিল্লিতে রাশিয়াগামী বিমানের জরুরি অবতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

যান্ত্রিক ত্রুটির কারণে রাশিয়াগামী ৩৪৪ জন যাত্রীবাহী একটি বিমান ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে  এবিজি ৮৭২২ বিমানটি  অবতরণ করেছে।

নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানটি অবতরণের সময় রানওয়ের পাশে অন্তত ৮ টি ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা হয়েছিল।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১১ নম্বর রানওয়েতে পুরো জরুরি প্রটোকলের মধ্যে বিমানটি অবতরণ করেছে। বিমানটি ভিয়েতনামের ফু কুঅক থেকে রাশিয়ার ইয়েক্যাটারিনবার্গ উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। বিমানের সব আরোহীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি