ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ায় হামলার কোন বিকল্প ছিলনা: থেরেসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ১৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সিরিয়ায় যে সমন্বিত হামলা চলানো হয়েছে সেটি `যথার্থ এবং বৈধ` হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

সিরিয়ায় হামলার বিকল্প ছিলনা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের এ যৌথ হামলা সফল হয়েছে। এ হামলার আগে রাশিয়ার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে জানান তিনি ।

তিনি বলেন, বেসামরিক মানুষের প্রাণ রক্ষার জন্য এ হামলার আগে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সিরিয়ার ডুমা শহরে কথিত রাসায়নিক হামলার জবাবে রাজধানী দামেস্ক এবং হোমসের সামরিক ঘাঁটিতে হামলা চলানো হয়।

তবে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন মনে করেন এ হামলা `আইনগত-ভাবে প্রশ্নবিদ্ধ।`

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তেরেসা মে বলেন, সুনির্দিষ্ট জায়গায় সীমিত এ হামলার মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের ক্ষমতাকে কমিয়ে দিয়েছে।

তিনি বলেন, এ যৌথ হামলার মাধ্যমে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক সম্প্রদায় কখনো সহ্য করবে না।

তিনি বলেন, আগামী সোমবার তিনি পার্লামেন্ট বিষয়টি নিয়ে বক্তব্য দেবেন এবং সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ থাকবে।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চারটি আরএএফ টর্নেডোজ যুদ্ধ বিমান থেকে মিসাইল হামলা চালানো হয়েছে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি