ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

ট্রাম্প, রাশিয়া, অ্যাসাঞ্জের বিরুদ্ধে ডেমোক্রেটদের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ২১ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের ভোট প্রভাবিত করতে ষড়যন্ত্রের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির, রাশিয়া আর উইকিলিকসের বিরুদ্ধে ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেছে ডেমোক্রেটিক পার্টি।

শুক্রবার আদালতে দাখিল করা ডেমোক্রেটিক পার্টির আর্জিতে বলা হয়েছে, ওই নির্বাচনে জয় পেতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির ‘রাশিয়ার সহযোগিতা’গ্রহণ করে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন দেশটির ব্যবসায়ী ট্রাম্প। 

মামলায় ট্রাম্পের জামাতা জারেড কুশনার, রিপাবলিকান প্রচার শিবিরের স্ট্র্যাটেজিস্ট রজার স্টোন, সাবেক ক্যাম্পেইন চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ছাড়াও উইকলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আসামি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে তার প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের ওই অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তবে ওই অভিযোগ অস্বীকার করে আসছে ট্রাম্প এবং রশিয়া।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যাতে ট্রাম্পের পক্ষে যায়, রাশিয়া সেই চেষ্টাই করেছিল।

ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির চেয়ারম্যান টম পেরেজ এক বিবৃতিতে জানিয়েছেন, ওই নির্বাচনে তাদের প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার শিবিরের সার্ভার হ্যাকিংয়ের ঘটনা ছিল একটি ‘নজিরবিহীন প্রতারণা’। যা গণতন্ত্রের ওপর বড় আঘাত।

২০১৬ সালে ওই নির্বাচনের আগে মে মাসে ডেমোক্রেটিক পার্টির প্রচার শিবিরের সার্ভার হ্যাকারের কবলে পড়ে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ওই ঘটনায় রাশিয়ার হ্যাকারদের সন্দেহ করে।

জুলাই মাসে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের আগে আগে উইকিলিকস প্রায় ২০ হাজার ইমেইল ফাঁস করে দেয়। ওই ইমেইলগুলো হ্যাকাররা সে সময় হাতিয়ে নিয়েছিল।

ডেমোক্রেটদের এই মামলাকে ওয়াশিংটনের অনেকে লোকদেখানো রাজনৈতিক ‘স্ট্যান্ট’ হিসেবে দেখছেন। তাদের মতে, এর তদন্তে এমন কিছু আসার সম্ভাবনা কম, যা চলমান অন্য তদন্তে আসেনি। 

আবার যুক্তরাষ্ট্রের আইনে সাধারণভাবে কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যায় না। তবে ডেমোক্রেটরা বলছে, ওই নিয়ম এ মামলায় খাটবে না, কারণ রাশিয়া ব্যক্তিগত সার্ভারে ‘হানা দিয়েছিল’। সূত্র: বিবিসি

আর / এআর 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি