ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বার্লিনে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:৩৫, ২১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জার্মানির রাজধানী বার্লিন শহরের কেন্দ্রস্থলে মাটির নিচে একটি বোমা পাওয়া গেছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা বলে জানিয়েছে জার্মান পুলিশ। ৭৩ বছর ধরে মাটির নিচে অবিস্ফোরিত অবস্থায় ছিলো বোমাটি। গত বুধবার বার্লিন শহরের প্রাণ কেন্দ্রে একটি ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে পাঁচশো কিলোগ্রাম ওজনের এই অবিস্ফোরিত বোমাটির সন্ধান পাওয়া যায়।     

গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা থেকে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করে জার্মান পুলিশ। বোমাটি নিষ্ক্রিয় করার সময় এর চারপাশের ৮০০ মিটার ব্যাসার্ধের এলাকার ১০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর আগে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজধানীর প্রধান রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

বার্লিনের ওই এলাকাতেই চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের কার্যালয়, জার্মানির পার্লামেন্ট ভবন রাইখস্ট্যাগ, পার্লামেন্ট সদস্যদের কার্যালয়, গ্রন্থাগার, পরিকল্পনা মন্ত্রণালয়, জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কার্যালয় প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) শেষের দিকে রাশিয়া, ব্রিটিশ ও মার্কিন বোমারু বিমান বার্লিন শহরে বড় ধরনের বোমা হামলা চালিয়েছিল। জার্মানিতে এখনও প্রতিবছর অসংখ্য অবিস্ফোরিত বোমা বিভিন্ন স্থানে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এখনও বার্লিন শহরের মাটির নিচে প্রায় ৩ হাজার অবিস্ফোরিত বোমা রয়েছে।   

সূত্র: বিবিসি

একে//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি