ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

যে গ্রামে প্রত্যেক পুরুষের দুই বিয়ে বাধ্যতামূলক   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:০৫, ২২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

পৃথিবীতে কতই না আজব ঘটনা ঘটে। কিন্তু আমাদের প্রতিবেশী ভারতের একটি গ্রামে রয়েছে এক অদ্ভুত রীতি। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থান। সেখানে রয়েছে ছোট একটি গ্রাম দেরাসর। প্রত্যন্ত এই গ্রামের প্রত্যেক পুরুষকেই দুবার করে বিয়ে করতে হয়। এটা বাধ্যতামূলক!

মুসলিম অধ্যুষিত গ্রামটিতে সব মিলিয়ে ৭০টি পরিবার রয়েছে। সেখানে প্রায় ৬০০ মানুষের বাস। গ্রামবাসীদের দাবি, প্রত্যেক পরিবারই বিয়ে নিয়ে ওই একই রীতি মেনে চলে।    

গ্রামবাসীরা জানান, বহু দিন ধরেই ওই প্রথা চলে আসছে। এখনও তার ব্যতিক্রম হয়নি। ইসলাম ধর্মে বহু বিবাহের অনুমতি রয়েছে। কিন্তু ওই গ্রামে একপ্রকার জোর করেই ছেলেদের দ্বিতীয়বার বিয়ে দিতে বাধ্য করে তাদের পরিবার।

এমন রীতির পেছনে রয়েছে অদ্ভুত কারণ। গ্রামবাসীদের দাবি, পূর্বে ওই গ্রামে নাকি যে পুরুষই বিয়ে করতো তাদের প্রথম স্ত্রীর কোনও বাচ্চা হতো না। দ্বিতীয়বার বিয়ের পরেই সেই স্ত্রীর গর্ভে সন্তান আসত। দীর্ঘদিন ধরে এমন ঘটনাই ঘটে আসছে ওই গ্রামে এবং সেটাকেই রীতি হিসেবে অনুসরণ করে চলেছেন গ্রামবাসীরা।

এছাড়া দ্বিতীয়বার বিয়ে শুভ কাজ বলেই মনে করেন গ্রামবাসীরা। তাছাড়া প্রথম স্ত্রীও তার সতীনের সঙ্গে বেশ মানিয়ে গুছিয়েই সংসার করেন। তার সন্তানদেরও নিজের সন্তান মনে করেই বড় করে তোলেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

একে//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি