ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ছয় ফুটেরও বড় ঢেউ আঘাত হানবে দুবাইয়ের সৈকতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৩:০৭, ২৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দুবাইয়ের সমুদ্র সৈকতে ছয় ফুটেরও উঁচু সামুদ্রিক ঢেউ আঘাত হানতে যাচ্ছে। আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র এ সতর্কতা জারি করেছে। ওই এলাকায় সমুদ্রে সাঁতারকাটা লোকজনসহ পর্যটকদের সমুদ্রে না নামার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সমুদ্র এলাকার আবহাওয়া খারাপ থাকলেও পুরো দেশের সামগ্রিক আবহাওয়া ভালো রয়েছে বলে জানিয়েছে তারা। এ আবহাওয়ার ফলে দেশটির সমুদ্র সৈকত গুলোতে তীব্র বাতাস বয়ে যেতে পারে। এদিকে রাতে সমুদ্র সৈকতসহ উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো বাতাস বয়ে যাবে। এতে দুবাইয়ের সৈকতগুলোর পরিস্থিতির খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া কেন্দ্র।

সূত্র: খালিজ টাইমস
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি