ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ব্রিটেনের কনিষ্ঠ রাজপুত্রের নতুন ছবি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

ব্রিটেনের রাজ পরিবার নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তাই সাধারণত সবাই তাদের পরিবারের নতুন অতিথিদের সম্পর্কে জানতে চায়। গত মাসে জন্ম নেওয়া ব্রিটেনের সর্বকনিষ্ঠ রাজপুত্র লুইয়ের নতুন দুটি ছবি প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস।

একটি ছবিতে দেখা যায় বড় বোন শার্লটের কোলে প্রিন্স লুই। তাকে কোলে নিয়ে শার্লট চুমু খাচ্ছে। ছবিটি শার্লটের জন্মদিন ২ মে` তে তোলা। অন্য ছবিটি তোলা হয়েছে লুইয়ের জন্মের তিন দিন পর। ওই ছবিতে প্রিন্স লুই ক্যামেরার দিকে নয়, একপাশে খুব মনোযোগ দিয়ে চোখ বড় বড় করে কিছু একটা দেখছে।

লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে ২৩ এপ্রিল লুইয়ের জন্ম। সে ব্রিটিশ রাজসিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি