ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অস্ট্রেলিয়ায় চার শিশুসহ ৭ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ১১ মে ২০১৮

Ekushey Television Ltd.

পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট নদীর উত্তর-পূর্বাঞ্চলীয় ওসমিংটনের একটি গ্রামীণ বাড়ি থেকে চার শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার ভোরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

দুপুরে এক সংবাদ সম্মেলনে পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডাউসন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন,  ভোর সোয়া ৫টার দিকে ওই বাড়ি থেকে ফোন করে পুলিশকে সাতজনের মৃত্যুর কথা জানানো হয়।

ক্রিস ডাউসন এ ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ দুজন প্রাপ্তবয়স্কের লাশ পেয়েছে ঘরের বাইরে এবং চার শিশুসহ পাঁচজনের লাশ ঘরের ভেতরে ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

তিনি আরোও জানান, নিহতদের শরীরে গুলির চিহ্ন থাকলেও নিহতরা কিভাবে মারা গেছেন তা এখনো জানা যায় নি। তবে গোয়েন্দারা স্থানীয় পুলিশ সহায়তার ঘটনার তদন্ত করছে।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি