ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রত্যাখান

ভেনেজুয়েলায় আবারও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

ভেনেজুয়েলায় আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। তবে মূল বিরোধী রাজনৈতিক নেতা এ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। হেনরি ফ্যালকন নামের সেই নেতা বলেছেন, এই নির্বাচন প্রক্রিয়াকে আমরা বৈধ হিসেবে মানি না। ভেনেজুয়েলায় নতুন করে নির্বাচন দিতে হবে।
৩৪ হাজার ভোটকেন্দ্রে রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৬টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের হারছিল অস্বাভাবিকভাবে কম- ৩০ শতাংশের কিছু বেশি।
যুক্তরাষ্ট্র এ নির্বাচন প্রত্যাখান করেছে। এক টুইটে দেশটি জানায়, ভেনেজুয়েলায় আজকের (রবিবার) এ নির্বাচন গণতন্ত্রের জন্য অপমানজনক। মাদুরোর চলে যাওয়ার সময় চলে এসেছে।

সূত্র : বিবিসি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি