ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

কখনো একা বোধ করবে না: পর্নোস্টারকে ডেনিয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্নোস্টার ডেনিয়েল স্টর্মির করা মামলা ইতোমধ্যে আদালতে বিচারাধীন রয়েছে। সেই মামলায় আরেক পর্নোস্টার জেসিকা ড্রেকের স্বাক্ষ্যও খুব গুরুত্ব বহন করবে। তাই জেসিকাকে কোনো হুমকিতে নত না হতে সাহস যোগাচ্ছেন ডেনিয়েল স্টর্মি।

এক সাক্ষাৎকারে জেসিকা ড্রেক বলেন, ‘২০১১ সালে লাস ভেগাস পার্কিংয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে একটি ট্যাবলয়েড পত্রিকায় মুখ খুলতে হুমকি দেওয়া হয় ডেনিয়েলকে। এরপর ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের যৌন সম্পর্কের বিষয়ে কথা বলে রোষানলে পড়েন এই পর্নোস্টার।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ড্রেক বলেন, ‘স্টর্মি আমাকে বারবার সতর্ক করেছেন যে, আমাকে আরও বেশি পরিমাণে সতর্ক হতে হবে। সে আমাকে বারবার বলেছে, আমি যেন ভেঙ্গে না পরি। যাতে কখনো একাকীত্ববোধ না করি।’এদিকে ট্রাম্প ডেনিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি অস্বীকার করায় স্টর্মি আরও চাপে পড়েন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি