ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

চিকিৎসা সেবা দিতে গিয়ে নিহত ফিলিস্তিনি নার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ২ জুন ২০১৮

ফিলিস্তিনের গাজা সীমান্তে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা সেবা দিতে যাওয়া এক ফিলিস্তিনি নার্সকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহত ওই সেবিকার নাম রাজান আল নাজ্জার (২১)।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেছেন, খান ইউনিস এলাকায় ওই নার্স আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘরে ফেরা আন্দোলনের মধ্যে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়ে এ পর্যন্ত ১২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।।

আল কুদরা আরও বলেন, নাজ্জার ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবী। তার বুকে গুলি লাগার সময় তিনি চিকিৎসাকর্মীদের সাদা ইউনিফর্ম পরাচ্ছিলেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, শুক্রবার শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৪০জন গুলিবিদ্ধ হয়েছেন। ১৯৪৮ সালে ইসরায়েল এলাকাটি দখল করলে, ওই এলাকায় বাসকরা ফিলিস্তিনিরা পার্শ্ববর্তী আরব দেশ, অধিকৃত পশ্চিমতীর ও অবরুদ্ধ গাজা এলাকায় শরণার্থী হিসেবে মানবেতর জীবন-যাপন করে।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি