ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

গুয়াতেমালায় অগ্নুৎপাতে নিহত ২৫, আহত শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৪ জুন ২০১৮ | আপডেট: ১৩:০৬, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্নু্ৎপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক। দেশটির ফিউগো আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফিউগো আগ্নেয়গিরি অবস্থিত। বিবিসির প্রতিবেদনে দেখা গেছে, ওই আগ্নেয়গিরি থেকে কালো ধোয়া ও ছাই নির্গত হচ্ছে।

এদিকে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আগ্নেয়গিরির লাভা একটি গ্রামে এসে আঁছড়ে পড়েছে। এতে ওই গ্রামের শত শত ঘরবাড়ি পুড়ে ভস্ম হয়ে গেছে। এদিকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ফলে গুয়াতেমালা সিটির বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট জিমি মোরালেস হতাহতদের উদ্ধার ও পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রীয় সংস্থাকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ১৯৭৪ সালের পর এটিকেই দেশটির সবচেয়ে বড় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা বলে চিহ্নিত করা হচ্ছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি