ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

নতুন থেরাপিতে ক্যান্সার মুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ক্যান্সার নিরাময়ের জন্য নতুন এক ধরনের থেরাপি আবিষ্কারের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। নতুন এই থেরাপিতে ক্যান্সার পুরোপুরি নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে দাবি গবেষকদের। 

নতুন এই থেরাপিতে, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির শরীরে ৯০ বিলিয়ন এন্টি-ক্যান্সার কোষ প্রবেশ করানো হয়। এই কোষগুলোর কাজ হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ মেরা ফেলা। 

এই থেরাপি প্রয়োগ করে নারীদের টার্মিনাল স্তন ক্যান্সারের ক্ষেত্রে অভূতপূর্ব ফলাফল পাওয়া গেছে। জুডি পারকিনস নামের এক নারী এই স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। জুডি মাত্র তিন মাস বেঁচে থাকবেন বলে জানিয়েছিল তার চিকিতসকেরা। তবে নতুন ওই থেরাপি প্রয়োগের পর দুই বছরেরও বেশি সময় বেঁচে আছেন জুডি। পাশাপাশি তার শরীরে ক্যান্সারের কোন লক্ষণও নেই বলে জানায় গবেষকেরা।    

যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট যদিও এই থেরাপিকে এখন `পরীক্ষাধীন` হিসেবে উল্লেখ করেছেন। 

ইন্সটিটিউটের সার্জারি বিভাগের প্রধান ডা. স্টিফেন রোসেনবার্গ বিবিসিকে বলেন, "আমরা এমন একটি চিকিৎসা পদ্ধতির কথা বলছি যা খুবই বিশেষায়িত ধরনের। যে নতুন কোষ আমরা আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করাই তা শত্রুকে (ক্যান্সার আক্রান্ত কোষ) আগে সনাক্ত করে। তারপর সেটিকে ধ্বংস করে"। 

তবে বিষয়টি আরও ব্যাপক গবেষণা প্রয়োজন বলেও জানান এই চিকিৎসক।

সম্প্রতি ন্যাচার মেডিসিন জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়।  

 

এসএইচএস/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি