ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

১০ নারীকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ৫ জুন ২০১৮ | আপডেট: ১৫:৩৪, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। এবার প্রথমবারের মতো ১০ জনকে গাড়ি চালানোর জন্য লাইসন্স দিয়েছে দেশটি। গতকাল সোমবার রাতে তাদের হাতে এ লাইসেন্স তুলে দেওয়া হয়।

সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কেন্দ্র (সিআইসি) এ কথা জানিয়েছে।

সিআইসি জানিয়েছে, ১০ সৌদি নারী সোমবার গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। এর মাধ্যমে নতুন ইতিহাস রচিত হলো। পরবর্তী সপ্তাহে দুই হাজার নারী এই তালিকায় যুক্ত হবেন বলে মনে করা হচ্ছে।

এই লাইসেন্স গ্রহণের পর রেমা জাওয়াদ নামের এক নারী বলেন, গাড়ী চালাতে আমি ভীষণ পছন্দ করি। আজ আমার স্বপ্ন পূরণ হলো। 

প্রসঙ্গত, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এর ফলে, আগামী ২৪ জুন থেকে সৌদি নারীরা রাজপথে গাড়ি চালাতে পারবেন। সূত্র: খালিজ টাইমস

টিআর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি