ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

সৌদিতে ওমরা করার অনুমতি পেলো কাতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি আরব কাতারকে রোজার শেষ ১০ দিন ওমরা করার অনুমতি দিয়েছে। এ সময় অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে কাতার এয়ারলাইন্স আসতে পারবে। মঙ্গলবার সৌদির হজ ও ওমরাহ-সংক্রান্ত মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এছাড়াও আবেদনকারীকে ভিসার জন্য অনলাইনে দোহার সৌদি অ্যাম্বাসিতে আবেদন করতে হবে। এভাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে কতারের স্থায়ী বাসিন্দারা সহজেই হজ করতে পারবে।

এর  আগে গত বছরের জুন থেকে কাতারের সরাসরি বিমান চলাচল বন্ধ রয়েছে। হজযাত্রীরা সরাসরি বিমানে করে হজ করতে আসতে পারত না।

তথ্যসূত্র: আনাদলু।

এমএইচ/এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি