ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

মিটু হ্যাশট্যাগকে সমর্থন করেন ক্লিনটনও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মিটু হ্যাশট্যাগকে সমর্থন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। হোয়াইট হাউজে থাকা অবস্থায় যার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ সেই ক্লিনটনই বলছেন, তিনিও মিটু হ্যাশট্যাগকে সমর্থন করেন। শুধু সমর্থন-ই না, বরং তিনি বলছেন, এ আন্দোলন আরও আগে শুরু হওয়া উচিত ছিল।

সোমবারের সাক্ষাৎকারে ক্লিন্টন আরও বলেন, ‘‘আমি ‘মি টু’ আন্দোলনকে সমর্থন করি। আমার মনে হয়, অনেক দিন আগেই এ ধরনের আন্দোলন শুরু হওয়া উচিত ছিল।’’ ‘মি টু’ আন্দোলনের সময়ে মনিকার প্রসঙ্গও উঠে এসেছিল। এ বিষয়ে প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্টের মতামত জানতে চাওয়া হলে তিনি ঘুরিয়ে বলেন, ‘‘আসলে ওভাল অফিসে এখন যিনি বসে আছেন, তাঁর বিরুদ্ধেই তো ভূরি ভূরি অভিযোগ। তাই হতাশায় ভুগছেন ওঁরা।’’

ব্যক্তিগতভাবে মনিকা লিউইনস্কির কাছে ক্ষমা চেয়েছিলেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে, ক্লিনটন বলেন, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার সুযোগ পাইনি। তবে সোমবারের বইপ্রকাশ অনুষ্ঠানে নিজেই সেই বিতর্কিত সাক্ষাৎকারের প্রসঙ্গ তোলেন প্রাক্তন প্রেসিডেন্ট। বলেন, ‘সত্যিটা হল, যেভাবে আমাকে প্রশ্নগুলো করা হয়েছিল, তাতেই এত বিতর্কের সৃষ্টি হয়েছিল।’

ক্লিন্টনের আক্ষেপ, ‘গত ২০ বছর ধরে বলা হয়, আমি কখনও আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইনি। কিন্তু যাঁরা এটা বলেন, তাঁরা ভুলে যান যে, হোয়াইট হাউসের বিশেষ প্যানেলের সামনে আমি আমার পরিবারের কাছে, মনিকা লিউইনস্কি ও তাঁর পরিবারের কাছে, গোটা দেশের কাছে ক্ষমা চেয়েছি। এরপর মনিকা বা তাঁর পরিবারের কারও সঙ্গে তাঁর আর দেখা হয়নি, ফলে ব্যক্তিগত ভাবে ক্ষমা চাওয়ার কোনও সুযোগও পাইনি।’

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি