ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

ফিউগোর অগ্নুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ৬ জুন ২০১৮

গুয়াতে মালায় ফিউগো আগ্নেয়গিরির বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ১৯২ জন নিখোঁজ রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাথরবৃষ্টি, আগুনের স্ফুলিঙ্গে ও ঘরবাড়ির-নিচে চাপা পড়ে ৭৫ জনের প্রাণহানি ঘটেছে।

এদিকে আগ্নেয়গিরি থেকে নির্গত উত্তপ্ত ভস্ম ও কাঁদায় পাহাড়ি এলাকার কয়েকিট গ্রাম ঢেকে গেছে। অন্যদিকে উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী ও সেনাবাহিনীর সদস্যদের। আগ্নেয়গিরিটির দক্ষিণ প্রান্তে নতুনকরে উত্তপ্ত গ্যাস নির্গত হওয়ায় উদ্ধার কার্যক্রম থমকে আছে।

জানা যায়, গত রোববারের অগ্নুৎপাতের ফলে কমপক্ষে ১৭ লাখ মানুষ এর ভয়াবহতার শিকার হয়েছেন। ইতোমধ্যে ৩ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে আগ্নেয়তাত্ত্বিকরা বলছেন, আগ্নেয়গিরি থেকে ৩৩ হাজার ফুট উপর দিয়ে লাভা নির্গত হচ্ছে। দেশটির জাতীয় ভূতত্ত্ব জরিপ বিভাগ জানায়, আগামী কয়েক বছর দেশটিতে আর বড় ধরণের অগ্নুৎপাতের সম্ভাবণা নেই।

সূত্র:আল-জাজিরা
এমজে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি