ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ট্রাম্প ‘স্বৈরাচার’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নিজের পছন্দের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজেই ‘স্বৈরাচার’ শুনতে হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

রোববার এই অঘটনের পর অবশ্য ভুলের জন্য ক্ষমা চেয়েছে ফক্স নিউজ। তবে তাতেও সোশাল মিডিয়ায় আলোচনা থেমে নেই।

ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠককে কেন্দ্র করে।

তাদের মঙ্গলবারের বৈঠকের দিকে চোখ সারাবিশ্বের, ফক্স নিউজের নানা আয়োজনেও ঘুরেফিরে আসছিল তা।  এর মধ্যেই ফক্স অ্যান্ড ফ্রেন্ড অনুষ্ঠানে বিপত্তি ঘটিয়ে বসেন উপস্থাপক অ্যাবি হান্টসম্যান।

ডেইলি মেইল জানিয়েছে, ট্রাম্প যখন সিঙ্গাপুরে বিমান থেকে নামছিলেন, তখন তা বর্ণনা দিতে গিয়ে হান্টসম্যান বলে বসেন, দুই ‘স্বৈরাচারের’ বৈঠক হতে যাচ্ছে। কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার শাসক উনকে স্বৈরশাসক হিসেবেই দেখা হয় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে।

কিন্তু তার সঙ্গে দেশের প্রেসিডেন্ট ট্রাম্পকেও যে হান্টসম্যান ‘স্বৈরশাসক’ বলে ফেলেছেন, সেটা অনুষ্ঠানের অতিথি হোয়াইট হাউজের সাবেক পরিচালক অ্যান্টনি ষ্কারামুচ্চও ধরতে পারেননি বলে ডেইলি মেইল জানিয়েছেন।

তবে অ্যাবি হান্টসম্যান তার ভুলের বিষয়টি ধরতে পারেন কিছুক্ষণ পর, তখন তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন।  অ্যাবির বাবা জন হান্টসম্যান বর্তমানে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।

 টিআর/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি