ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

হ্যারি-মেগান প্রথম সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ১১ জুন ২০১৮ | আপডেট: ০৯:৫৯, ১২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রিন্স হ্যারি ও তার নববিবাহিত স্ত্রী মেগান প্রথম রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড করবেন বলে জানা গেছে। এক্ষেত্রে হ্যারি তার পিতা চালস ও তার মা প্রিন্স ডায়েনাকে অনুসরণ করছে বলে জানা গেছে। তার পিতা ও মাতা বিবাহের পর প্রথম রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করেছিলেন।

প্রিন্স হ্যারি ও মগোনের বিয়ার পর এটাই তাদের প্রথম রাষ্ট্রীয় সফর হবে। তারা এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও ফিজি ও টোঙ্গাও সফর করবেন বলে জানা যায়।

তারা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানদের তাদের দেশ সফরের জন্য আহ্বান করবেন। পাশাপাশি তারা ফিজি ও টোঙ্গাকে ভ্রমণের আমন্ত্রণ জানাবেন বলে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর সূত্রে জানা যায়।
১৯৮৩ সালে প্রিন্স চালস এবং প্রিন্সেস ডায়েনা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর করেছিলেন। এই সফরে তারা দেশের বাইরে ৪১ দিন অতিবাহিত করেছিলেন।

২০১৪ সালের এপ্রিলে প্রিন্স হ্যারির ভাই ও ভাবি ১৮ দিন এই দুটি দেশে ভ্রমণ করেছিলেন।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি