ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

নথিতে স্বাক্ষর, বড় পরিবর্তন দেখতে চলেছে বিশ্ব: কিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ১২ জুন ২০১৮ | আপডেট: ১৪:৫২, ১২ জুন ২০১৮

আমরা একটি ঐতিহাসিক বৈঠক সম্পন্ন করেছি এবং একটি ঐতিহাসিক নথিতে স্বাক্ষর করেছি। এ স্বাক্ষরের ফলে  একটি বড় পরিবর্তন দেখতে চলেছে বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুরের বৈঠকের পর উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন এসব কথা বলেন।

এদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা খুবই গুরুত্বপূর্ণ একটি নথি স্বাক্ষর করেছেন।  তিনি চুক্তির পরবর্তী সংবাদ সম্মেলনে এই চুক্তির বিস্তারিত জানাবেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ট্রাম্প এবং কিম একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছেন।  তবে এই চুক্তির বিস্তারিত এখনও জানা যায়নি।  কিম জং উন বলেছেন, এই বৈঠক সংগঠিত করার জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শ্রদ্ধা জানাতে চান।

ঐতিহাসিক বৈঠকের শুরুতেই পরস্পর করমর্দন করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কয়েক সেকেন্ডের করমর্দন শেষে কিম জং উনের ডান কাঁধ স্পর্শ করেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের ক্যাপেলো হোটেলে হাতে হাত মিলিয়ে এ ইতিহাস রচনা করেন দুই নেতা।

আরকে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি