ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

দুপুরে কী খেলেন ট্রাম-কিম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬, ১৩ জুন ২০১৮ | আপডেট: ০৯:৫৪, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নানা জল্পনা কল্পনার পর অবশেষে আলোচনার টেবিলে বসলেন ট্রাম্প ও কিম। তাদের এই বৈঠক বিশ্ব ইতিহাসেও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
এ বৈঠকের ক্ষুদ্রাতিক্ষুদ্র সব আয়োজন নিয়ে চলে আলোচনা। বৈঠকের প্রতিটি বিষয়কেই গুরুত্ব দেয়া হয় আলাদা করে। ইতোমধ্যেই নিজের টয়লেট সঙ্গে বহন করে ঝড় তুলেছেন কিম। এবার তাদের দুপুরের খাবারের আয়োজনে কী ছিল, তা নিয়ে উঠেছে আলোচনা।
এবারই প্রথমবারের মতো করমর্দনও করেছেন তারা। আর প্রথমবারের মতো একসঙ্গে দুপুরের খাবার খেলেন দুজন।
কী ছিল তাদের খাবারের তালিকায়? 

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় দুজন দুপুরের খাবার খান। খাবারের তালিকায় নানা রকম পশ্চিমা ও কোরিয়ান খাবার ছিল। 
আগের বার যখন কিম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রথমবারের মতো দেখা করেছিলেন তখন মেনুতে ছিল ঠান্ডা নুডলস। তবে, সিঙ্গাপুরে কিমের যেন বাসার মতোই হালকা বোধ করেন। এজন্য খাবারের তালিকাটি সাজানো হয়েছে বর্ণাঢ্য উপায়ে। সেই সঙ্গে ট্রাম্পও যেন ৮০’র দশকের নিউইয়র্কের কোনো রেস্টুরেন্টের স্বাদ পান সে বিষয়টিও মাথায় রেখেছে সিঙ্গাপুরের হোটেল কর্তৃপক্ষ।

সূত্র : বিবিসি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি